রাজনৈতিক কর্মসূচিতে সরকার কোনও বাধা সৃষ্টি করে না, বাধা দেওয়ার ইচ্ছেও সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, তবে যে কোনও রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি ও ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপ অনুষ্ঠানে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এ সংলাপ হয়।
১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দলের এক নেতা তাদের কর্মীদের লাঠির মাথায় পতাকা বেঁধে নিয়ে আসতে বলেছেন। লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চেষ্টা করবে।
আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র ও ক্যু করে ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতায় থাকতেও চায় না বলে এ সময় মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন। পাঁচ বছর পর পর নির্বাচন হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবেন। সরকার বদল হবে নির্বাচনের মাধ্যমে- যোগ করেন মন্ত্রী কামাল।
এমকে