কয়েকটি পণ্যের দাম কমবে কিছুদিনের মধ্যেই: বাণিজ্যমন্ত্রী

০৩ নভেম্বর ২০২২

ডলারের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, তবে কিছুদিনের মধ্যেই চিনিসহ কয়েকটি পণ্যের দাম কমে আসবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ সব কথা বলেন।রাজধানী ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে সে রকম প্রভাব পড়ছে না। তিনি জানান, গ্যাস সংকটের জন্য চিনি উৎপাদন কম হয়েছিল। এ জন্য চিনির দাম বাড়াতে হয়েছ। আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের সমস্যা কিছুটা সমাধান হবে। এতে চিনির দাম কমে যাবে। ইউক্রেন-রাশিয়ার বাজার বন্ধ থাকায় কানাডাসহ কয়েকটি দেশ থেকে গম আনা শুরু করেছে ব্যবসায়ীরা। এতে গমের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইউক্রেন হলো আমাদের প্রধান সরবরাহকারী দেশ। সেখান থেকে আনতে পারলে গমের বাজার স্থিতিশীল হবে। আর দ্রুত সময়ের মধ্যে তেলের দাম সমন্বয় করা হবে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে সরকার- যোগ করেন মন্ত্রী টিপু মুনশি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর