দেশীয় প্রজাতির ৬৪ মাছ বিলুপ্ত প্রায়: প্রাণিসম্পদ মন্ত্রী

০৩ নভেম্বর ২০২২

দেশীয় প্রজাতির ৬৪টি মাছ বিলুপ্ত প্রায় দেশে। এ সব মাছ রক্ষায়  সরকারিভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্ন করেন এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এদিকে আরেক এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম বলেন, উষ্ণতা বৃদ্ধির কারণে মাছের আবাসস্থল, বিচরণক্ষেত্র, অভিপ্রায়ণ ও প্রজনন প্রভাবিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা, সমুদ্রের পানির উচ্চতা এবং লবণাক্ততা বাড়ছে। ফলে উপকূলীয় মৎস্য সম্পদের ওপর ক্রমশ নেতিবাচক প্রভাব পড়ছে। নদীগুলোতে লবণাক্ত পানি অনুপ্রবেশ ঘটছে। ফলে মিঠা পানির মাছ ও প্রাথমিক উৎপাদনশীলতায় পরিবর্তন ঘটছে। মৎস্যখাতের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও জানান মন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর