আরও ৪দিন বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি এলাকা ভ্রমণ করতে পারবেন না দেশীয় ও বিদেশি পর্যটকরা। কারণ এ সব এলাকার উপর আরোপিত ভ্রমণের নিষেধাজ্ঞা মেয়াদ আরও ৪দিন বাড়ানো হয়েছে। ৮ নভেম্বর(মঙ্গলবার) পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুক্রবার (৪ নভেম্বর) এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তির জারি করেছে বান্দরবান জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ সব এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে বান্দরবান সেনা রিজিয়ন টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে, সঙ্গে আছে গোয়েন্দা তৎপরতা। তাই পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এসব এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বাড়ানো হলো। এর আগে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিরোধে সেনা টহল কার্যক্রম পরিচালনার জন্য ১৭ অক্টোবর রাত থেকে রুমা ও রোয়াংছড়িতে এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর) পর্যন্ত থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। পরে এ চার উপজেলায় আরোপিত এ নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৫ বাড়ানো হয়।
এমকে