রুবেলে পরিশোধ না করলে গ্যাস দেবে না রাশিয়া

০১ এপ্রিল ২০২২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, শুক্রবার থেকে যেসব বিদেশি ক্রেতাকে রাশিয়ার গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে, তা না করলে তাদের চুক্তি বাতিল করে দেয়া হবে।

 

পুতিন বলেন, রাশিয়ার প্রতি 'অবন্ধুসুলভ' দেশগুলোকে একটি রাশিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং রুবলে গ্যাস কিনতে হবে, তা না হলে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

 

ইউক্রেনে রুশ অভিযানের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রুবলের মূল্যমান ব্যাপক পড়ে গেছে এবং মনে করা হচ্ছে যে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে বাধ্য করলে এর অধোগতি ঠেকানো যাবে।

 

জবাবে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, রাশিয়া তাদের দেশকে ব্ল্যাকমেইল করতে পারবে না। জার্মানি রাশিয়ার গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা, এবং ইউরোপিয়ান ইউনিয়নের আমদানি করা গ্যাসের ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে।

 

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার বলেছেন, রুশ গ্যাস সরবরাহ কমে যাবে, এমন পরিস্থিতির জন্য দুটি দেশই তৈরি হচ্ছে।


মন্তব্য
জেলার খবর