কলকাতার সিনেমার মাধ্যেমে অভিষেক ফারিনের

০৪ নভেম্বর ২০২২

চার জন প্রবাসী বাঙালি। চার জনের জীবনেই রয়েছে রহস্য। প্রেক্ষাপট লন্ডন শহর। এভাবেই ছবির কাহিনী সমানে এগোতে থাকে। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অতনু ঘোষ। নাম ‘আরো এক পৃথিবী’। মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু এবং বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। সম্প্রতি ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্য এসেছে।

 

পরিচালন বলেন, ‘‘এত দিন যে ধরনের ছবি করেছি, সে তুলনায় এ ছবিটা আমার জন্য একটা নতুন মোড়। আমি খুবই উৎসাহী।’’

 

তাসনিয়া ঢালিউডের পরিচিত মুখ। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’— এ দুই ওয়েব সিরিজের দৌলতে ওপার বাংলাতেও তিনি এখন পরিচিত মুখ। পরিচালকের কথায়, ‘‘ফারুকীর সিরিজটা দেখেই আমার তাসনিয়াকে পছন্দ হয়। তারপর যোগাযোগ করি। এটা কিন্তু ওর প্রথম ছবি হতে চলেছে। আর সেটা কলকাতা থেকে হয়েছে বলে আমার আরও ভালো লাগছে।’’

 

&dquote;&dquote;

 

গত মে-জুন মাস নাগাদ লন্ডনে ছবির শুটিং শেস করেন অতনু। উল্লেখ্য, এ ছবিতে ব্রিটিশ, আমেরিকান, উজবেকিস্তান, চিন, কোরিয়া, রাশিয়া— এ রকম একঝাঁক বিদেশি অভিনেতা রয়েছেন। কোনো এক কারণে গল্পে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যখন তাসনিয়ার চরিত্রটিকে চার-পাঁচ দিন এদের সঙ্গে কথপোকথন চালাতে হয়।

 

পরিচালক বললেন, ‘‘এরা প্রত্যেকেই কিন্তু অনেকটা সময় জুড়ে পর্দায় রয়েছেন। এর আগে কোনো বাংলা ছবিতে এ রকম হয়েছে বলে মনে হয় না। ওঁদের প্রত্যেকের ইংরেজি বলার ধরন আলাদা বলে ডাবিং করিনি। সিঙ্ক সাউন্ড ব্যবহার করেছি।’’

 

এসকে মুভিজ প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে।


মন্তব্য
জেলার খবর