চেষ্টা চলছিল বিক্রির, উদ্ধার করলো বনবিভাগ

০৪ নভেম্বর ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

দলছুট হয়ে লোকালয়ে আসা একটি হনুমানকে পঞ্চগড় থেকে উদ্ধার করেছে বন বিভাগের লোকজন। শুক্রবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল শিতলী হাসনা এলাকার জাহিদুল ইসলাম মিলন খানের বাড়ি থেকে হনুমানটি উদ্ধার করা হয়। এর আগে দুপুরে হনুমানটিকে লোকালয় থেকে ধরে আটকে রাখেন স্থানীয়রা। হনুমানটিকে গোপনে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে দলবদ্ধ কয়েকটি ছাগলের সঙ্গে ঘুরছিল হনুমানটি। ধান কাটার সময়ে কয়েকজন লোক দেখতে পায় সেটা। এরপর অনেক চেষ্টা চালিয়ে আখ ক্ষেত থেকে প্রাণীটিকে আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক বলেন, গোপপে সংবাদ পেয়ে বন বিভাগের লোকজনকে হনুমানটি উদ্ধারের জন্য পাঠানো হয়। আগে হনুমানটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামীকাল সিদ্ধান্ত হবে- কোথায় রাখা যায়।

 

মো.সম্রাট হোসাইন/এমকে

 


মন্তব্য
জেলার খবর