পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৯টি পদে মোট ২৭৫ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনে করতে বলা হয়েছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত।
যে যে পদে লোকবল নেওয়া হবে:
ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান পদে ১৩ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৩ জন, বেতারযন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটর পদে ৯ জন, উচ্চমান সহকারী পদে ৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বোচ্চ ১৬৯ জন এবং ডেটা এন্ট্রি অপারেটরের শূন্য পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স ৩০ বছর হলেও আবেদন করতে পারবেন।