অধিনায়কত্ব থেকে পদত্যাগ নবির

০৫ নভেম্বর ২০২২

আফগানিস্তানের অধিনায়কত্ব ছড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতি নিয়ে হতাশা এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণেই এমন ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে হারার ফলে এবারের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় তাদের।

 

নবী তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতোই হতাশ। গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে ছিল না, যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। তাছাড়া, বেশকিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি ও আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে।’

 

তিনি আরো লেখেন, ‘যথাযথ সম্মানের সাথে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে, তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’

 

দলটি এ বিশ্বকাপে তিনটি খেলায় পরাজিত হয়। তাছাড়া বৃষ্টির কারণে তাদের দুটি খেলা পরিত্যক্ত হয়। ফলে কোনো জয় ছাড়াই এ টুর্নামেন্ট থেকে এ পর্যন্ত বিদায় নেওয়া একমাত্র দল আফগানিস্তান।

 


মন্তব্য
জেলার খবর