মন্তব্য
সরকার তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করতে চাইলে চীন সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বলেছেন, চীন প্রকল্পটি অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে। সত্যিকারভাবে সরকার এটি করতে চাইলে তার দেশ এটি বাস্তবায়ন করবে। শনিবার (৫ নভেম্বর) রাজধানী ঢাকায় একটি হোটেলে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, প্রকল্পটি নিয়ে বাংলাদেশ সরকারের ওপর কিছু বহিঃচাপ আছে।কিন্তু সঠিকভাবে জানি না- কোথা থেকে চাপ আছে এবং কেন। তিনি জানান, প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী সীমান্তের কাছে কোনও ধরনের বাঁধ নির্মাণ হবে না। বিপরীত স্রোতের কারণে উজানের দেশের জন্যও এটি ক্ষতিকর নয়। তবে এটা নিয়ে স্পর্শকাতরতা আছে, বিশেষ করে ভূ-রাজনৈতিক।
এমকে