মন্তব্য
বিশ্বাসঘাতকতার অভিযোগে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদেরকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
জেলেনস্কি বলেন, “আজ অ্যান্টি-হিরোদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত হয়েছে। সকল বিশ্বাসঘাতকদের মোকাবেলার সময় আমার নেই। তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।”
এ সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেবা (ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস) বাহিনীর শীর্ষ ওই দুই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের সামরিক শপথ ভঙ্গ করবে... তারা অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে বঞ্চিত হবে।”
তিনি বলেন, “এলোমেলো জেনারেলদের পথ আর আমাদের পথ এক নয়!”
সূত্র: বিবিসি