কারেন্ট জাল বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা

০৫ নভেম্বর ২০২২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কারেন্ট জাল বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  সেই সঙ্গে ৭০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়, জাল পোড়ানোর কাজে বাঁধা দেওয়ায় স্থানীয় এক বাসিন্দাকে জরিমানা করা হয়েছে। ৪ ব্যবসায়ীর প্রত্যেককে ৫শ টাকা আর স্থানীয় ওই বাসিন্দাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে মধ্যনগর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

 

সাদ্দাম হোসেন/এমকে

 


মন্তব্য
জেলার খবর