বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বর মাসে ‘খেলা হবে’। মোকাবিলা হবে, আন্দোলনে হবে। এখন ছাড় দিচ্ছি, ডিসেম্বরে ছাড়া হবে না। মুক্তিযুদ্ধের মাসে রাজপথ বিএনপির দখল থাকবে না, থাকবে আওয়ামী লীগের। শনিবার (৫ নভেম্বর) রাজধানী ঢাকার বাড্ডা ইউলুপে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সমাবেশে এ সব কথা বলেন। সমাবেশ শেষে দেশব্যাপী বিএনপির ‘নৈরাজ্যের বিরুদ্ধে’ শান্তি মিছিল হয়।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বর মাসে তারা নাকি শেখ হাসিনাকে হটিয়ে খালেদা জিয়াকে নিয়ে আসবেন? ইরানের ইমাম খোমনি স্টাইলে ঢাকার রাজপথে বিপ্লব ঘটাবেন? তাদের এ রঙিন খোয়াব জনতার শক্তির কাছে কর্পূরের মতো উবে যাবে।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার চিন্তা-ভাবনা ভুলে যেতে হবে। নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে। তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সর্বোচ্চ আদালত নিষিদ্ধ করেছে। ওইটা জাদুঘরে চলে গেছে। তিনি বলেন, আগামীতে নির্বাচনে হবে। ভোট চুরি, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে খুনিদের বিরুদ্ধে, ১৫ আগস্টের খুনিদের বিরুদ্ধে, ২১ আগস্টের মাস্টারমাইন্ড বিএনপির বিরুদ্ধে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা একেএম রহমত উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিপ্লব বড়ুয়া, এসএম মান্নান কচি প্রমুখ।
এমকে