প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু, কোভিড আর যুদ্ধ স্যাংশনের কারণে কিছুটা থমকে দাঁড়াতে হয়েছে। তবে এ অবস্থা অতিক্রম করে এগিয়ে যাবো, এটাই আমাদের লক্ষ্য। ৫ নভেম্বর (শনিবার) জাতীয় সমবায় দিবস উদযাপন ও জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শেখ হাসিনা তার বক্তব্যে তার সরকারের আমলে নেওয়া ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের কথা তুলে ধরেন। বলেন, আমরা প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই। সেখানে বসবাসের জন্য সমবায়ের মাধ্যমে যদি উন্নত ঘরবাড়ি তৈরি করে দেওয়া হয়, তাহলে সেখানে ফ্ল্যাট কিনতে পারবে। সেই রকম একটা পল্লী জনপদ প্রকল্প আছে। সেটাও আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। সবচেয়ে ভাল হয় এখানে সেখানে বিক্ষিপ্তভাবে ঘর বা বাড়ি বানিয়ে ফসলী জমি যেন নষ্ট না হয়।
সমবায় উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তার সরকারের মেয়াদে বিভিন্ন গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের প্রসঙ্গও প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন। বলেন- সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির প্রকল্প যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ সরকারের লক্ষ্য গ্রামের মানুষও নাগরিক সুবিধা পাক, সুন্দরভাবে বসবাস করুক, উন্নত জীবন হোক। তাহলে দেশ আরও উন্নত হতে পারবে। সমবায় আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক স্বাবলম্বীতা পেতে পারে বলেও জানান এ সময় প্রধানমন্ত্রী। দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, এ লক্ষ্য স্থির করেছেন বলেও অঙ্গীকার পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এমকে