ছয়শ’ কোটি পেরোলো রাম চরণের সিনেমা

০১ এপ্রিল ২০২২

বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরের বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘আরআরআর’। মুক্তির মাত্র ছয় দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছে ৬১১ কোটি রুপি (গ্রস)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

‘বাহুবলি’ সিনেমার দুই সংস্করণের পর তৃতীয় সিনেমা হিসেবে ‘আরআরআর’ হিন্দি সংস্করণে ১০০ কোটি রুপির রেকর্ড গড়েছে। ছয় দিনে বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ ছাড়িয়েছে ৬১১ কোটি রুপি (গ্রস)। হিন্দি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার সংস্করণ মিলিয়ে শুধু ভারতে সিনেমাটি সংগ্রহ করেছে ৪৭৪ কোটি রুপি (গ্রস)।

 

বক্স অফিস ইন্ডিয়া বলছে, বুধবার আনুমানিক সংগ্রহ ১৩.৫-১৪ কোটি রুপি (নেট)। হিন্দি সংস্করণের মোট সংগ্রহ প্রায় ১২০ কোটি রুপি (নেট)।

 

‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এ সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।


মন্তব্য
জেলার খবর