মন্তব্য
রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির কথা স্বীকার করেছে ইরান। তবে তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে। তবে রাশিয়ার কাছে কোনো ক্ষেপণাস্ত্র বিক্রি করা হয়নি।
তিনি আরও বলেন, আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদের বিরুদ্ধে যুদ্ধে যদি ইরানি ড্রোন ব্যবহার করা হয়ে থাকে, তাহলে যেন সেটার প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করে। প্রমাণ পেলে ইরান এ বিষয়ে নীরব থাকবে না।