হাসপাতালে ভর্তি করানো হয়েছে আলিয়া ভাটকে। রোববার সকাল সাড়ে ৭টাযর দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের অনুমান, অভিনেত্রী সন্তানের জন্ম দিতে পারেন এ দিনই।
২০২২ সালের নভেম্বর মাস আলিয়ার জীবনে বড়সড় বদল আনতে চলেছে। চিকিৎসকদের হিসাব মতো ২৮ নভেম্বর জন্মদিনের আগেই প্রথম সন্তানের জন্ম দিচ্ছেন অভিনেত্রী। এত দিনের যুদ্ধকালীন তৎপরতা শেষ হতে চলেছে কপূর পরিবারে। রবিবার ৬ নভেম্বর পৃথিবীর আলো দেখতে পারে নবজাতক। আলিয়ার স্বাস্থ্যই এখন পাখির চোখ। তিনি যাতে সুস্থ ভাবে, নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন কাপূররা। মানসিক প্রস্তুতি নিচ্ছেন আলিয়াও।
বলিউডের অনেক তারকাই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নরম্যাল ডেলিভারির পথে হেঁটেছেন। তার একটা বড় কারণ, সন্তান জন্ম দেওয়ার গোটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চেয়েছেন তারা। মা হওয়ার ক্ষেত্রে কয়েক ঘণ্টার প্রসববেদনা অনুভব করা জরুরি বলে মনে করেছিলেন ৩৮ বছরে মা হওয়া ঐশ্বর্যা রাই বচ্চন।