মধ্যরাতে অপরাজিতার গাড়িতে হামলা

০৬ নভেম্বর ২০২২

সময় তখন প্রায় ১২ টা ছুঁই ছুঁই। আচমকাই এলোপাথারি ইঁট বৃষ্টি। বুধবার রাতে ভয়ানক দুর্ঘটনার কবলে অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ভেঙে গিয়েছে শখের গাড়ি। টালিগঞ্জের ১৩ নম্বর স্টুডিয়োয় ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেত্রী। শুটিং সেরে বাড়ির ফেরার আগেই এ ভয়ঙ্কর ঘটনা। খবর আনন্দবাজরের।

 

অভিনেত্রী বলেন, “আমার মুখ চোখ থেঁতলে যেতে পারত। প্রতিদিন আমি আগে গাড়িতে উঠে বসে থাকি। তারপর আমার সহকারী জিনিসপত্র গাড়িতে তোলে। বুধবার তখন দাদার সঙ্গে মায়ের অসুস্থতা নিয়ে কথা বলছিলাম স্টুডিয়োর ভিতরে। আচমকাই বাইরে ভয়ানক আওয়াজ হতে থাকে। তখন বাইরে এসে দেখি এ কাণ্ড। কিন্তু এ কোনো মদ্যপ ব্যক্তি, না কি পাগলের কাজ কিছুই বোঝা যাচ্ছে না।”

 

মধ্যরাতে এমন দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই স্টুডিয়োর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। কারণ শুটিংয়ের জন্য অনেক সময় রাতের পর রাত স্টুডিয়োয় থাকতে হয় অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বাকি কলাকুশলীদের।


মন্তব্য
জেলার খবর