দীপিকার সঙ্গে একান্তে শাহরুখ

০৬ নভেম্বর ২০২২

অনেক দিন ধরে কোনো ছবি মুক্তি পায়নি শাহরুখ খানের। সম্প্রতি তার জন্মদিন ছিল। ৫৭-তে পা দিয়েছেন এ নায়ক। অভিনেতার জন্মদিনেই ‘পঠান’ ছবির টিজ়ার প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। এ ছবিতে নির্মেদ শরীর যেমন চোখ টেনেছে দর্শকের, তেমনই তার কেশবিন্যাস নিয়ে কম কথা হচ্ছে না। এ প্রথমবার নিজের সহ-অভিনেত্রীর সঙ্গে যে কাজটি করলেন, আগে কখনও করেননি শাহরুখ। এ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

 

 

‘পঠান’-র সেটে জোরকদমে চলেছে শাহরুখ-দীপিকার চুল নিয়ে চর্চা। কারণ এ ছবির জন্য বেশ বড় চুল রাখতে হয় শাহরুখকে। অভিনেতা সম্প্রতি বলেন, ‘‘পঠান-র সেটে কেশসজ্জা শিল্পীর সঙ্গে মাঝে মধ্যে নিজের লুক নিয়ে আলোচনায় বসতে হয়েছে। কারণ আমার ও দীপিকার দু’জনের সমান চুল ছিল। তবে এখন আমি কেটে নিয়েছি। যদিও বেশ মিস করছি পঠান-র লুকটা।’’ কিন্তু শাহরুখ কথা দিয়েছেন, যদি দর্শকের এ প্রথম পর্বটা পছন্দ হয়, তা হলে এ ছবির দ্বিতীয় ভাগে ফের এ লুকেই ফিরে আসবেন।

 

এ ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও রয়েছেন জন আব্রাহাম। বিদেশি স্পাই থ্রিলারের আদলেই তৈরি করা হয়েছে  ছবির চিত্রনাট্য। নায়ক শাহরুখ, খলনায়ক জন। স্বাভাবিকভাবেই এ ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। আগামী বছর সাধারণতন্ত্র দিবসে মুক্তি পাবে ‘পাঠান’।


মন্তব্য
জেলার খবর