বিতর্ক ও নুসরত— যেন এক সুতোঁয় গাথা। একে অন্যের পরিপূরক। বিগত কয়েক বছরে নানা কারণে নাম জড়িয়েছে নুসরতের। তবে প্রতিটি বিষয়ে নিজের স্পষ্ট বক্তব্য রাখতেই পছন্দ করেন নুসরাত। পার্কস্ট্রিট কাণ্ডে নাম জড়ানো থেকে যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্ক— কোনো বিষয় নিয়েই চুপ থাকেননি।
বরাবর নিজের মত স্পষ্ট করেছেন। কিন্তু তারপরও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। নেটমাধ্যমে একের পর মন্তব্যে ভরে ওঠে তার টুইটার থেকে ফেসবুক। যদিও নুসরতের জীবনে একটাই মন্ত্র, শুধু নিজের কাজ করে যাওয়া। সেই মন্ত্রই আরও এক বর মনে করিয়ে দিলেন নিজের নতুন ভিডিওয়।
চোখে সানগ্লাস। পরনে কালো নাইটড্রেস। ভিডিওয় লেখা উঠছে, ‘‘যাই করুন না কেন লোকে কিছু না কিছু কটাক্ষ করবেনই।’’ তাই কী করা উচিত? কটাক্ষ উপেক্ষা করার উপায়ও বললেন মজার ছলে। ভিডিওয় লেখা ‘‘সব সময় মনে করবেন, আমি একদম ঠিক কাজ করছি।’’