উল্টে গেল পাওয়ার টিলার, প্রাণ গেল চালকের

০৬ নভেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাওয়ার টিলার নিয়ে আকতার শেখ ঘাস কাটছিলেন জমিতে। এ সময় নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় টিলারটি, আর সেটার নিচে চাপা পড়ায় প্রাণ গেল তার। রোববার (৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল কর্ণিপাড়া মাঠে। আকতার শেখ কর্ণিপাড়ার পাশ্ববর্তী গ্রাম বড়বেলাইয়ের বাসিন্দা, তার বাবার নাম আ. ছাত্তার।

পাওয়া টিলার ফসল চাষাবাদে ব্যবহৃত আধুনিক কৃষিযন্ত্র। কিন্তু অমৌসুমে ফালের জায়গায় ঘাস কাটার উপকরণ লাগিয়ে পাওয়ার টিলার দিয়ে ঘাসও কাটেন অনেকে। তেমনই একজন ছিলেন এ আকতার শেখ।

স্থানীয় সূত্র বলছেন, টিলারটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় আকতার শেখ। তার মাথা, ঘাড় আর পায়ের অংশ কেটে যায় গভীরভাবে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে তড়িঘরি করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেই পল্লী চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। তবে জমিটি কার সেটা নিশ্চিত হওয়া যায়নি।

এমকে


মন্তব্য
জেলার খবর