চাটমোহরের ২ ব্যবসায়ীকে জরিমানা

০৬ নভেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর শহরের  মির্জা মার্কেট এলাকার দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে একজন প্রসাধনী ও প্যাকেটজাত খাদ্য বিক্রেতা, অপরজন হোটেলে প্রস্তুত করা খাবার বিক্রেতা। তাদের দু’জনের জরিমানার অঙ্কের যোগফল ৮ হাজার টাকা। রোববার (৬ নভেম্বর) দুপুরে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘিত হওয়ায় এ জরিমানা করা হয়।  

ওই দুই ব্যবসায়ী হচ্ছেন- বিচিত্র শপিং পয়েন্টের মালিক বিশ্বজিৎ জোয়ার্দার আর হৃদয় হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হৃদয় দাস। অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে  বিশ্বজিৎ জোয়ার্দারকে ৫ হাজার টাকা আর পচা-বাসি খাবার সংরক্ষণ করে  বিক্রির দায়ে হৃদয় দাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর