দেশে টাকার সংকট আছে: পরিকল্পনামন্ত্রী

০৬ নভেম্বর ২০২২

ডলার সংকট না থাকলেও দেশে  টাকার সংকট আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তার মতে, দেশে উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে টাকার পরিমাণও বাড়ানো যাবে। পণ্য বিক্রি করে টাকা পাওয়া যাবে, ডলারও কেনা যাবে। জিনিসপত্রের উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারলে টাকার মানও বৃদ্ধি পাবে। রোববার (৬ নভেম্বর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন- ডলার তখন লাগে, যখন বিদেশ থেকে কিছু দেশে আনতে হয়। তাই ডলারের কোনো সংকট নেই, এ মুহূর্তে  টানাটানি আছে। তবে সেটা আগামীতে কমে যাবে বলেও আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।

যিনি সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে যান, তিনি (কৃষক) প্রকৃত হিরো উল্লেক করে মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, কথা একটাই ঘরে বসে সাহেবগিরি করা চলবে না। কাজ না বসে থাকা মানুষ দিয়ে দেশের কোনো ফায়দা নেই।

এমকে

 


মন্তব্য
জেলার খবর