মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলায় মালবাহী একটি ট্রলির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে সেই ট্রলির নিচে চাপা পড়ে অজুফা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে ভোলার ভেদুরিয়ার ১২ তারিখ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অজুফা বেগম ভোলা সদর উপজেলার মধ্য ভেদুরিয়া গ্রামের মো. আব্দুর রহিম শিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অজুফা বেগম তার বাড়ি থেকে একটি অটোরিকশায় ভোলা শহরে আসছিলেন। পথে ওই এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি ধাক্কা দিলে অজুফা বেগম ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোলা ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।
কামরুজ্জামান শাহীন/এমকে