মধ্যনগরে বঙ্গবন্ধুর ম্যূরাল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

০৬ নভেম্বর ২০২২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে রাজনৈতিক প্রতিহিংসাবশত বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে, চালানো হচ্ছে অপ্রচার। এমনটাই দাবি করে এ ঘটনার প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) বিকালে মধ্যনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূরনবী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার, শ্রমবিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ইউপি সদস্য আলী উসমান প্রমুখ।

 

সাদ্দাম হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর