মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই: প্রধানমন্ত্রী

০৬ নভেম্বর ২০২২

কোনো দলের সুষ্ঠ রাজনীতি নিয়ে সরকারের কোনো আপত্তি নেই জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন- কিন্তু, সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রক্ষা নেই। এটা সহ্য করা যায় না, কোনও মানুষ সহ্য করতে পারবে না। রোববার (৬ নভেম্বর) ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশে বিশৃঙ্খলা চায় না। শান্তি চায়, দেশের উন্নতি ও মানুষের কল্যাণ চায়। তিনি বলেন, দেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। সেই অধিকার সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছি আমরা।

সরকার উৎখাতের নামে ২০১৩, ১৪ ও ১৫ সালে অগ্নিসন্ত্রাস হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা গাড়িতে যাওয়া জীবন্ত মানুষগুলোকে আগুন ধরিয়ে হত্যা করা। কীভাবে মানুষ পারে মানুষের ক্ষতি করতে? এটাই নাকি আন্দোলন! এই আন্দোলন তো আমরা কখনও দেখিনি। আমরা তো কখনও স্বপ্নেও ভাবিনি, পেট্রোলবোমা দিয়ে অথবা অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষকে হত্যা করে। সেটা আন্দোলন! আন্দোলন, মানুষের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে মানুষকে নিয়েই আন্দোলন করতে হয় বলে জানান এ সময় প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ওই দুঃসময়ের কথা যেন কেউ ভুলে না যায়।

অনুষ্ঠানের শুরুতে ২০১৩, ১৪ ও ১৫ সালে কর্মসূচির নামে বিএনপি-জামায়াত জোট  আগুন-সন্ত্রাস করেছিল দাবি করে সেসব ঘটনার ভিডিওচিত্র তুলে ধরা হয়। পরে শেখ হাসিনা ওইসব ঘটনায় অগ্নিদগ্ধ ও মারা যাওয়া ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান

এমকে


মন্তব্য
জেলার খবর