মামলা-মোকদ্দমা দিয়ে আন্দোলন বন্ধের কার্যক্রম শুরু হয়ে গেছে : মির্জা ফখরুল

০৬ নভেম্বর ২০২২

বিএনপির চলমান আন্দোলনকে কীভাবে মামলা-মোকদ্দমা দিয়ে বন্ধ করে দেওয়া যায়, সে কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন গায়েবি মামলা চলছে। কিন্তু মামলা করে অতীতেও লাভ হয়নি, এখনও হবে না।

রোববার (৬ নভেম্বর) 'যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় এ সব কথা বলেন। রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করেন নাগরিক ঐক্য। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মামলা প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর ধরেই তো এগুলো করেছেন। কই, বিএনপিকে তো দলিত করে দিতে পারেননি। স্থবির করে দিতে পারেনি। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। জনগণ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। যে সমাবেশগুলো হলো, সেগুলো থেকে আমাদের মাঝে একটা বড় ধরনের আশার সঞ্চার হয়েছে। আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য। আমাদের মন্ত্রী বানাতে হবে না, ক্ষমতা দিয়েন না। কিন্তু, পরিবর্তনটা আনুন। দেশের মানুষকে বাঁচতে দিন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর