সামান্থার পাশে প্রাক্তন স্বামী নাগা

০৭ নভেম্বর ২০২২

মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। মুক্তির অপেক্ষায় অভিনেত্রীর ছবি। তার আগেই অসুস্থতার খবর দেন সামান্থা নিজেই। সেই খবর পেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু তারকা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। শুধু ইন্ডাস্ট্রির বন্ধুরা নয় সামান্থা পাশে দাঁড়ালেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে তাহলে এবার নাগা-সামান্থার সম্পর্কের বরফ গলবে। ধারণা করা হচ্ছিল, সামান্থার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে ফোন করবেন নাগা।

 

২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় স্যাম-চে জুটি। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়ার কথা অকপটে স্বীকার করে নিয়েছিলেন সামান্থা প্রভু। কিন্তু কী কারণে ভাঙল নাগা-সামান্থা চার বছরের দাম্পত্য? তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। তবে সামান্থার এ অসুস্থতায় কি জোড়ো লাগাবে ভেঙে যাওয়া এ সম্পর্ক? সূত্রের খবর খুব শীঘ্রই নাকি সামান্থার সঙ্গে দেখা করতে যাবেন নাগা চৈতন্য। যদিও শোনা যাচ্ছে ইতোমধ্যেই সামান্থাকে ফোন করে অভিনেত্রীর স্বাস্থ্যের হালহকিত জানতে চেয়েছেন নার্গাজুন-পুত্র।

 


মন্তব্য
জেলার খবর