কন্যাসন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। সেইসাথে বাবা হলেন রণবীর কাপুর। মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভারতীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে তাদের সন্তান জন্ম হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান হওয়ার খবরে আনন্দের বন্যা বইছে কাপুর ও ভাট পরিবারে। সকালে রণবীর ও আলিয়া হাসপাতালে যান। তাদের সঙ্গ দেন নীতু কাপুর, সোনি রাজদান ও শাহিন ভাট। এর আগে দাদু মহেশ ভাট বলেন, ‘নতুন সূর্য ওঠার অপেক্ষায়। জীবনের তরতাজা ঝিকিমিকি শিশিরবিন্দু।’
গত এপ্রিলে বিয়ে করা এ দম্পতি জুন মাসে মা-বাবা হতে চলার খবর দিয়েছিলেন। সেই থেকে তাদের নিয়ে আলোচনা অন্ত নেই। পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।