মন্তব্য
মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। শুক্রবার (১ এপ্রিল) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশে এ দাবি জানান।
রোজদারদের ভোগান্তি লাঘবে রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন- বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে।
রমজানের পবিত্রতা রক্ষা প্রসঙ্গে আহমদ আবদুল কাদের বলেন, অশ্লীলতা বেহায়াপনা, মদ, জুয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কদম ফোয়ারা, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে শেষ হয়।
এমকে