‘কারাগার-২’ আসছে ডিসেম্বরে

০৭ নভেম্বর ২০২২

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’ দেশ ও দেশের বাইরে হইচই ফেলে দিয়েছে। দর্শককদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ওয়েব সিরিজটি। অধীর আগ্রহে এর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার জানা গেল সিরিজটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ। শুক্রবার (৪ নভেম্বর) ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। এটির একদম শেষে স্ক্রিনে ভেসে ওঠে ‘কারাগার-পার্ট টু’র মুক্তির তারিখ। চলতি বছরের ১৫ ডিসেম্বর আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। এমনটাই জানালো হইচই।

 

সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার-পার্ট ওয়ান’ এর গল্পে দেখা যায়, সেল নম্বর ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এ কয়েদি? আর বন্ধ সেলে কি করে এলো এ কয়েদি?

 

সিরিজটিতে অভিনয় করেছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।  ‘কারাগার’ মুক্তির আগে সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর তাড়াতাড়িই আসবে দ্বিতীয়টি।


মন্তব্য
জেলার খবর