সাকিবের আউটের বিষয়ে যা বললেন শান্ত

০৭ নভেম্বর ২০২২

অ্যাডিলেড ওভালে বাংলাদেশের শেষ ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের বলি সাকিব আল হাসান। অধিনায়কের বিরুদ্ধে যাওয়া এমন সিদ্ধান্ত ভেঙে দিয়েছে গোটা দলের মনোবল। কারণ, ব্যক্তিটি সাকিব আল হাসান। দলে যার ভূমিকা অসামান্য।

 

ম্যাচ শেষে অবধারিতভাবে এ আউট নিয়ে আলোচনা চলেছে। সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্তকে মুখোমুখি হতে এ প্রশ্নের। প্রথম দশ ওভারে যথেষ্ট পুঁজি থাকার পরেও সংগ্রহ বড় করতে পারেনি বাংলাদেশ। সাকিবের আউটটাই কি ভেঙে দিয়েছিল মোমেন্টাম?

 

এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘এটি আমাদের হাতে নেই। আম্পায়ার যা সিদ্ধান্ত দিয়েছেন, তা চূড়ান্ত। অন্যভাবেও আউট হতে পারতেন সাকিব ভাই। হ্যাঁ, তার আউটটা কিছুটা হলেও প্রভাব ফেলেছে। কিন্তু ড্রেসিংরুমে এটা নিয়ে কোনো কথা হয়নি।’

 

কথা না হলেও, শান্তের সঙ্গে দ্বিমত করবে না কেউ। কেননা, সাকিব মাঠে থাকলে ফল অন্যরকম হলেও হতে পারত। পারতপক্ষে, মনোবলে নেতিবাচক প্রভাব পড়তো না। তবে, বাকি ব্যাটাররা পর্যাপ্ত দায়িত্ব নিতে পারেনি, অস্বীকার করার জো নেই।

 

সাকিব-শান্ত দ্রুত আউট হওয়ার পর মাঠের ব্যাটারদের প্রতি বার্তা ছিল, সুবিধাজনক রান তুলে আনার। আফিফ চেষ্টা করেছেন। অন্যরা পারেননি। ফলাফল, স্কোরবোর্ডে কমপক্ষে ২০ রান কম।

 


মন্তব্য
জেলার খবর