এখনই অবসর নেবেন না সাকিব

০৭ নভেম্বর ২০২২

অবসরের কথা এখনই ভাবছেন না বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলে সিনিয়র প্রতিনিধি সাকিব। বয়েসর সঙ্গে আগের সেই ধার কমেছে খানিকটা। চাহিদার সাথে পারফরম্যান্সের যোগান পুরোপুরি দিতে পারেননি এবার। চলতি আসরে নিজের ফর্ম, টি-টোয়েন্টিতে ভবিষ্যৎ নিয়ে সাকিব জানান, ‘আমি আরও ভালো করতে পারতাম। নিজের পারফরম্যান্সের দিক দিয়েও এটি আদর্শ কিছু ছিল না। যতদিন নিজেকে ফিট মনে করব, দেশের জন্য খেলে যাব। ফিট থাকতে পারলে, দলের জন্য অবদান রাখতে পারলে খেলতে ভালো লাগবে।’

 

নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশের সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার। পাকিস্তানকে হারালেই কাঙ্খিত শেষ চার। কিন্তু অলিখিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ব্যর্থ সুযোগ লুফে নিতে। পাকিস্তানের কাছে ৫ উইকেটের হার দিয়ে থামে বাংলাদেশের বিশ্বকাপের চাকা।

 

অ্যাডিলেডে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, আরও ২০ রান বেশি হতে পারত। বললেন, ‘ম্যাচের প্রথম অর্ধেক আমরা যেভাবে খেলেছি তাতে ১৪৫-১৫০ রান হতে পারত। এই পিচে যা মোটামুটি যথেষ্ট। কিন্তু আমরা সেটি করতে পারিনি। তখন নতুন ব্যাটারের জন্য কিছুটা কঠিন ছিল পরিস্থিতি। তাছাড়া শেষের দশ ওভার সবসময়ই প্রথম দশ ওভারের চেয়ে কঠিন।’

 

বাংলাদেশের এই দলটির সম্ভাবনার কথা জানিয়ে সাকিব বললেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই আমাদের সেরা পারফরম্যান্স। অবশ্যই আরও ভালো করা যেত। তবে নতুন যারা আসছে, তাদের নিয়ে আমি আশাবাদী। ওদের হাত ধরে পরিবর্তন আসবে।’

 


মন্তব্য
জেলার খবর