নিজেদের আন্দোলনকে ‘লড়াই’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের দিনে আমাদের শপথ হচ্ছে- এ লড়াইকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো। আমরা গণতন্ত্রকে মুক্ত করবো। দেশকে বিশ্বের মানচিত্রে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবো।
সোমবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন। ৭ নভেম্বরকে বিএনপি ‘বিপ্লব ও সংহত দিবস’ হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে ফুল দেয় এবং দিবস ঘিরে এ শপথের কথা জানান। শপথ হিসেবে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ও তার ছেলে বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কথাও বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন- গণতন্ত্র , ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার ফিরে পাওয়ার জন্য; একটা মুক্ত সমাজ, একটা মুক্ত ও সমৃদ্ধ অর্থনীতির জন্য, প্রায় ২৫ লাখ মিথ্যা মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে মুক্ত করবার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই (আন্দোলন) করছি।
‘বিপ্লব ও সংহত দিবস’ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতা তৎকালীন মেজার জিয়াউর রহমান— যিনি আধুনিক বাংলাদেশের স্থপতি, তাকে মুক্ত করে নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতাকে ফিরিয়ে এনেছিলেন। এই জন্যই দিনটি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল, তাকে সংহত করবার দিন এই ৭ই নভেম্বর।’
এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে