বিদ্যুৎ ব্যবহারে খুবই সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২২

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এ জন্য বিদ্যুৎ ব্যবহারে খুবই সাশ্রয়ী হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বেশি বেশি খাদ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন তিনি। বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাব প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, ‘এই আঘাতটা আসবেই। কারণ, বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজ। কাজেই, কোন জায়গায় একটা সমস্যা দেখা দিলে এর অভিঘাতটা বাংলাদেশেও এসে পড়ে।’

সোমবার (৭ নভেম্বর) একযোগে দেশের ১০০টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন।  

নিজেদের খাদ্য সংস্থান নিজেদের করার প্রচেষ্টা চালাতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যত পারবেন খাদ্য উৎপাদন করবেন। তরি-তরকারি, যেটা পারেন উৎপাদন করবেন। হাঁস মুরগী ছাগল, ভেড়া- যেটা পারেন, সেটা পালন করতে হবে। কারণ হিসেবে বলেন, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে- এর ধাক্কা যেন বাংলাদেশকে খুব বেশি ক্ষতিগ্রস্থ করতে না পারে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে আর কোনো অভাব হয়নি ‍উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের যোগাযোগ খাতের উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। পাশাপাশি, তৃণমূলের মানুষের জন্য করা দেশের উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। সরকার কাজ করছে বলেই মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর