বগুড়ায় কৃষক হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

০৭ নভেম্বর ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় কৃষক নুরুল ইসলামকে হত্যার দায়ে আসেদ আলী নামের এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। তবে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।  রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি এ সব তথ্য নিশ্চিত করেন।

আসেদ আলী বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে। খালাস পাওয়া দুই আসামি হচ্ছে ইমু বেগম এবং আনোয়ারা বেওয়া।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ মার্চ শীলদহবাড়ী গ্রামে নিজ বাড়ির সীমানায় লাউ গাছের মাচা তৈরি করছিলেন নুরুল ইসলাম। এ সময় প্রতিবেশী আসেদ আলী ওই জায়গা নিজের দাবি করে এবং  কয়েকজন মিলে তাকে মারপিট করে। আহত নুরুল হককে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় নুরুল হকের স্ত্রী মোমেনা খাতুন ওই তিনজনকে আসামি করে গাবতলী থানায় মামলা করেন। 

দীপক কুমার সরকার/এমকে


মন্তব্য
জেলার খবর