ভোলায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

০৭ নভেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় নিজের বসতঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরিন আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে  থেকে এ লাশ উদ্ধার করা হয়। নাসরিন আক্তারের বাবার নাম মৃত মোহাম্মদ আলী, সে স্থানীয় পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ধারণা করা হচ্ছে- মায়ের ওপর অভিমান করে সে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নাসরিন আক্তার পড়াশোনায় তেমন মনোযোগী ছিল না, সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতো। এ নিয়ে তার মা তাকে প্রায়ই গালমন্দ করতেন। ঘটনার দিন রোববার রাতেও একই কারণে গালমন্দ করেন। এ কারণে তার মায়ের ওপর অভিমান করতে পারে সে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর