চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
ওষুধ মনে করে ভুলে কীটনাশক পান করায় মারা গেছে সাগরিকা খাতুন নামের এক কিশোরী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোববার (৬ নভেম্বর) রাতের দিকে তার মৃত্যু হয়। সে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামের বাসিন্দা আরজুর মেয়ে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের দেওয়া তথ্য বলছে, রোববার দুপুরে নিজেদের বাড়িতে কীটনাশক পান করে সাগরিকা খাতুন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চাটমোহর সরকারি হাসপাতালে নিয়ে যায় তাকে। পরিস্থিতি খারাপ হওয়ায় সেখান থেকে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পরিস্থিতির ক্রমাবনতির কারণে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎসা সংশ্লিষ্টরা। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে