রংপুর সিটি করপোরেশনসহ (রসিক) দেশের ৫ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (৭ নভেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, রসিকের ভোট হবে আগামী ২৭ ডিসেম্বর, আর পৌরসভাগুলোতে ভোট হবে এর দু’দিন পর ২৯ ডিসেম্বর।
রসিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। প্রার্থিতা বাছাই হবে ১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। ভোট হবে ইভিএমে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে ২৯ ডিসেম্বর রাজশীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া পৌরসভায় ভোট হবে। তার আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, প্রার্থিতা বাছাই হবে ৩ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। ভোট হবে ব্যালটে।
এমকে