বার্মিংহামের সাটন কোল্ডফিল্ডের এক ফাস্টফুডের রেস্তোরাঁয় ফ্রাইড চিকেন সরবারহ দিতেন। কিন্তু স্বপ্ন ছিল একদিন ফুটবলার হবেন। অবশেষে সে স্বপ্ন পূরণ হয়েছে ২২ বছর বয়সে। আফগানিস্তানে জন্ম নেয়া মাজিয়ার এক পর্যায়ে বার বার হাঁটুতে ইনজুরির কারণে তাকে ওয়ালসাল ছেড়ে দেয়। এরপর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতে সক্ষম হননি। তবে খেলার বাইরে থেকে তাকে প্রথম খেলোয়াড়ি প্রস্তাব দেওয়া হয়। তিনি তা গ্রহণ করেন।
বিবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মাজিয়ার বলেছেন, ফুটবল শারীরিক দিক থেকে অনেক কঠিন খেলা। কিন্তু আপনি যদি একে ভালবাসেন, তাহলে আপনার কষ্ট মনে হবে না। কিন্তু কেএফসিতে কাজ করতে গিয়ে অনেক কিছুই শেষ হয়ে গেছে। এমন হয়েছে এ কাজ করতে গিয়ে দীর্ঘ সময় আমি ফুটবলই খেলতে পারিনি। কারণ, আমাকে কাজ করতে হচ্ছিল এবং বিনিময়ে কিছু অর্থ আয় করতে হচ্ছিল। মানসিকভাবে আমি খুব কঠিন এক অবস্থায় ছিলাম। তবু, সব সময় চেয়েছি আমাকে ফুটবল খেলতে হবে।
মাজিয়ার কোউহিয়ার মানতে রাজি নন যে, তার ফুটবলের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তাই তিনি বৃটেনে প্রথম আফগান ফুটবলার হিসেবে পেশাদার খেলা খেলবেন। কেএফসিতে তাদের সবকিছু ফেরত দিয়ে ২৫ বছর বয়সী এ যুবক গাড়ি বিক্রির এক কাজ নিয়েছেন। তার মধ্যদিয়ে তিনি ফিরেছেন ফুটবলে। ২০২১ সালে ওয়েম্বলিতে এফএ ট্রফির ফাইনালে তিনি হেয়ারফোর্ডের পক্ষে মাঠে নামেন। আর বর্তমানে তার গায়ে উঠেছে ইয়র্ক সিটির লাল জার্সি। সেখানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ডাক নাম পেয়েছেন মাজ হিসেবে।