শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে: সুজন

০৮ নভেম্বর ২০২২

অনেকটা সম্ভবনা জাগিয়েও বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে জিততে পারলেই নিশ্চিত হতো সেমি ফাইনাল। কিন্তু সে ম্যাচে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে সম্প্রতি এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো করেছে বলে মন্তব্য করেন জয় শ্রীরাম। তার একই কথা বললেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, এবারের বিশ্বকাপটা খারাপ হয়নি।

 

এবারের বিশ্বকাপে সিনিয়র প্লেয়ারদের স্কোয়াডের বাইরে রেখে দলে নেওয়া হয় নাজমুল হাসান শান্তকে। স্কোয়াডে তার নাম ঘোষণার সাথে সাথে বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সেই শান্তই হাঁকিয়েছেন দলের হয়ে দু’টি ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাটেই জয় তুলে নেয় টাইগাররা। তাই দেশে ফেরার আগে তাকে প্রসংশায় ভাসালেন সুজন।

 

তিনি বলেন, ‘শান্তকে নিয়ে এতো কথা হওয়ার পরও সে যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স। ওর ওপর যে চাপ ছিল, সেখান থেকে বেরিয়ে আসা ছিল খুবই শক্ত। কিন্তু ও করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।’


মন্তব্য
জেলার খবর