ধর্ষণের দায়ে নিষিদ্ধ গুনাতিলাকা

০৮ নভেম্বর ২০২২

সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাতিলাকাকে। অস্টে্রলিয়ার সিডনিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাকে নিষিদ্ধ করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ধর্ষণের অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। এ নিয়ে তদন্ত করছে অস্ট্রেলিয়ার পুলিশ।

 

এসএলসি বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি সবধরণের ক্রিকেট থেকে অনতিবিলম্বে দানুশকা গুনাতিলাকাকে নিষিদ্ধ করছে। অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ও গ্রেফতার হওয়া গুনাতিলাকাকে নির্বাচকরা আর বিবেচনা করবে না।’

 

ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাইরে ছিলেন তিনি। তবে ছিলেন দলেই। তবে এবার নিষিদ্ধ হলেন তিনি। এ টপ অর্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ২৯ বছর বয়সী এক নারী। যার সঙ্গে গুনাতিলাকার একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল। তারপর ওই মহিলার সঙ্গে সিডনির একটি বাসায় দেখা করেন গুনাতিলাকা। আর প্রথম দেখার পরই এ অভিযোগ আসে ওই মহিলার পক্ষ থেকে। চলতি সপ্তাহের প্রথম দিকেই ঘটে এ ঘটনা। সেদিনই সিডনি পুলিশ তাকে গ্রেফতার করে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর