সময়ের অভিনেত্রী সুনেরাহ কামাল। অভিনয় পৈূণ্যতা দিয়ে আলোচনায় এসেছেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ওয়েব সিরিজ বেশ ব্যস্ত তিনি। ‘অগ্নিপুরুষ’ নামে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি রাজধানীর বেশকিছু স্থানে এ সিরিজের শুটিং চলছে।
সুনেরাহর বিপরীতে ওওয়ব সিরিজটিতে অভিনয় করেছেন অভিনেতা সোহেল মণ্ডল। জুটি হিসেবে এটি তাদের প্রথম কাজ। ভালো কাজ হবে বলে তবে আশাবাদী দুজনেই।
সুনেরাহ বলেন, ‘অগ্নিপুরুষ’র চরিত্র বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। গল্পে নতুনত্ব আছে, এতে আমাকে ফায়ার ফাইটারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এমন চরিত্রে প্রথম কাজ করা। চেষ্টা করছি, অভিনয় দিয়ে চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার। গল্প, চরিত্র, নির্মাণ- সবকিছু মিলিয়ে সিরিজটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।
সম্প্রতি সুনেরাহ’র অভিষেক হয়েছে সিনেমাতে। ‘ন ডরাই’ নামক সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথম সিনেমায়ই বাজিমাত করেছেন। এতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনরাহ। সম্প্রতি ওয়েব সিরিজ ছাড়াও শিগগিরই সুনেরাহকে দেখা যাবে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ছবিতে।