জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তাদের মঙ্গলবারের (৮ নভেম্বর) বৈঠকে ৭ প্রকল্পের অনুমোদন দিয়েছে । প্রকল্পগুলো বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৯৮১ কোটি ৮৯ লাখ টাকা। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিলের ৩ হাজার ৩৯২ কোটি ৩৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা ৩২২ কোটি ২১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার ২৬৭ কোটি ৩৫ লাখ টাকা থাকবে। প্রকল্পগুলো হচ্ছে— চট্টগ্রামের মিরসরাই ও সন্দীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ অংশের জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামোসহ অঞ্চল-২ অঞ্চল-৫ এর সার্ভিস প্যাসেজগুলোর উন্নয়ন, জাতীয় সংসদ ভবন এলাকার বৈদ্যুতিক-যান্ত্রিক ও নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য উন্নয়ন কাজ; বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ; নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন; দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন ও চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ।
এমকে