দুই বখাটের জরিমানা

০১ এপ্রিল ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে স্কুল ও কলেজছাত্রীকে উত্যক্ত করার দায়ে শাহীন (১৯) ও শরীফ (১৮) নামের দুই বখাটেকে একত্রে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৪টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট্র ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান এ আদেশ দেন।

শাহীন উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর চরআইচা গ্রামের আব্দুল মালেকের ছেলে আর শরীফ চরফ্যাশন পৌরসভা ২ নং ওয়ার্ডের বাসিন্দা সোহাগের ছেলে। শাহীন কলেজছাত্র হলেও শরীফ পেশায় একজন বোরাক চালক। দীর্ঘদিন ধরে শাহিন প্রতিবেশির মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে ও শরীফ চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের ছাত্রীদের উত্যক্ত করছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় শাহীনকে ১ হাজার টাকা ও শরীফকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী ও চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর