আগস্ট ও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে

০৮ নভেম্বর ২০২২

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের ‍তুলনায় অক্টোবরে এসে কিছুটা কমেছে মূল্যস্ফীতি। আগের দু’মাসে ৯ শতাংশ ছাড়িয়ে গেলেও অক্টোবরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশে। এ সময়ে এক শতাংশের বেশি কমেছে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি।  আর মূল্যস্ফীতি কমার বিপরীতে বেড়েছে মজুরি সূচক, ৬ দশমিক ৯১ শতাংশ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এ তথ্য প্রকাশ করেন  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিবিএস-এর হিসাবে, আগস্ট মাসে মূল্যস্ফীতি  ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। সেপ্টেম্বরে দাঁড়ায় ৯ দশমিক ১ শতাংশ হয়। এ দুই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের বেশি। অক্টোবর মাসে খাদ্যবহির্ভূত খাতে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে, ৯ দশমিক ৫৮ শতাংশ। সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি কমে যাওয়ায় গত মাসে সার্বিক মূল্যস্ফীতিও কমেছে।

মূল্যস্ফীতি সামনে আরও কমবে আশা প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে উৎপাদন ব্যাহত হলে শর্টেজ আসবে। আমরা, সারা বিশ্ব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।তারপরও প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় আছে। মাঠে ভালো ফসল আছে। এটা ঘরে এলে মূল্যস্ফীতি আরও কমবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর