ধর্মপাশায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা

০৮ নভেম্বর ২০২২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগেঞ্জর ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে।  মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা হয়। যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ও যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন সভায় সভাপতিত্ব করেন।

যুবলীগের স্থানীয় সাধারণ সম্পাদক অ্যাড. মো. ইকরাম হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন- যুবলীগের স্থানীয় সহসভাপতি ফরহাদ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক নুর নবী হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাকের হোসেন সাগর, সদস্য ওয়াসিম মজুমদার, সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদ আকন্দ, সেলবরষ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি অলী মাহমুদ খান, জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহরিয়ার নাফিজ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বখতিয়ার আমিন অপু, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন চৌধুরী প্রমুখ।

সভা শেষে উপজেলার ছয়টি ইউনিয়ন যুবলীগের কমিটি গতিশীল ও পুনরায় গঠন করার লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

 

সাদ্দাম হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর