আয়েশি-বিলাসী প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

০৯ নভেম্বর ২০২২

বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে প্রকল্প গ্রহণে সংশ্লিষ্টদের বেশ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন,  আয়েশি-বিলাসী প্রকল্প গ্রহণ করা যাবে না। বড় বড় প্রকল্প গ্রহণ যাবে না, গ্রহণ করলেও ফিজিবিলিটি স্টাডি গভীরভাবে দেখতে হবে। তবে ছোট গ্রামীণ প্রকল্প বা কল্যাণমুখী প্রকল্পে আপস করা যাবে না।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিশ্বে দূর্ভিক্ষের হওয়ার আশঙ্কা থাকায় দেশের খাদ্য নিরাপত্তা আরও বাড়ানোর ওপর আবারও গুরুত্বারোপ করেছেন সরকার প্রধান। বলেছেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাদি জমি খুঁজে বের করতে।  এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। অনাবাদি জমি চাষযোগ্য করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জানান পরিকল্পনামন্ত্রী। বিশ্বে মন্দা চলছে। তাই আবারও সবাইকে অপচয় কমানোর পাশাপাশি মিতব্যয়ী হওয়ার কথা একনেক বৈঠকে বলেছেন সরকার প্রধান। পরিকল্পনা কমিশন এক বছর ধরে যে কৌশলে কাজ করছে, বৈঠকে সেটা নিয়ে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

এমকে


মন্তব্য
জেলার খবর