মন্তব্য
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্বভুক্ত দুটি পদে জনবল নিয়োগ দবে। আবেদন করা যাবে ৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
যে যে পদে লোকবল নেওয়া হবে:
কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে ৪ জন নেওয়া হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন প্রদান করা হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) স্কেলে। এছাড়া সার্ভেয়ার পদে নেওয়া হবে একজন। প্রার্থীকে সার্ভে বিষয়ে ডিপ্লোমাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন দেওয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) স্কেলে।