পেট্রোবাংলায় কর্মজীবন গড়ার সুযোগ

০৯ নভেম্বর ২০২২

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা)। প্রতিষ্ঠানটি ১০ ক্যাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।

 

যে যে পদে আবেদন করা যাবে:

হিসাব সহকারী পদে তিনজন, কেয়ারটেকার পদে একজন, ফোরম্যান পদে ১ জন, নিরাপত্তা সহকারী পদে একজন, ইউডিএ পদে ২ জন, স্টেনোটাইপিস্ট পদে ২ জন, ইলেকট্রিশিয়ান পদে একজন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জন, টেলিফোন অপারেটর পদে ৫ জন এবং স্টোর অ্যাটেনডেন্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

 

আবেদন করার জন্য যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।


মন্তব্য
জেলার খবর